দামোদর নদীর বালি খাদানে বজ্রপাতে মৃত ১, আহত ৪

author-image
Harmeet
New Update
দামোদর নদীর বালি খাদানে বজ্রপাতে মৃত ১, আহত ৪

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ সোনামুখী থানার ডিহিপাড়া পঞ্চায়েতের দামোদর নদীর বালি খাদানে বজ্রপাতের ফলে মৃত্যু হল এক শ্রমিকের। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। পাশাপাশি এই ঘটনায় আহত হয়েছে আরও চার জন শ্রমিক। স্থানীয় সূত্রে জানা যায় , মৃত শ্রমিকের নাম ধর্মদাস বাগদি, বয়স ৩৩ বছর। বাড়ি রাঙ্গামাটি গ্রামে। জানা যায়, বালি খাদানে ট্রাক্টরে বালি লোড করার সময় ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি শুরু হলে বালির খাদানে তৈরি করা খরের ছাউনিতে আশ্রয় নেয় বেশ কয়েকজন। সেসময় বজ্রপাতের ফলে ধর্মদাস বাগদি নামে ওই শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। মৃত শ্রমিকের তিনটি শিশু রয়েছে এই পরিস্থিতিতে আগামীদিনে কিভাবে সংসার চলবে তাই ভেবে কুল পাচ্ছেনা তার স্ত্রী। 

                  

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এবং আহত চার জনকে উদ্ধার করে সোনামুখী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এবং আহতদের মধ্যে তিনজনকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।