নিউজ ডেস্কঃ , ঝাড়গ্রামঃ করোনা মহামারীর কারণে টানা ২ বছর নিয়ম রক্ষার অনুষ্ঠান পালনের পর এবছর ঘটা করে জগন্নাথদেবের স্নান যাত্রা অনুষ্ঠান শুরু হল শ্রী পাট গোপীবল্লভপুরের রাধাগোবিন্দ জীউ মন্দিরে। এদিন সুবর্ণরেখা নদী থেকে কলসিতে জল এনে প্রাচীন রীতি অনুযায়ী দুধ, ঘি সহকারে জগন্নাথ দেবের স্নান যাত্রা সম্পন্ন করা হয় রাধাগোবিন্দ জীউ মন্দির কমিটির তরফ থেকে। আয়োজকদের পক্ষ থেকে জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের ৪৪৪ তম প্রাচীন জগন্নাথদেবের স্নান যাত্রা উপলক্ষে প্রায় ২০ হাজার ভক্ত সমাগম হবে এবছর। পাশাপাশি উদ্যোক্তাদের পক্ষ থেকে দূর-দূরান্তের ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থার আয়োজন করা হয়েছে। বাইরের সকল ভক্তদের জন্য থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।