দিগ্বিজয় মাহালী, ঘাটাল : ঘাটাল ব্লকের রঞ্জপুর গ্রামে মঙ্গলবার দুপুর নাগাদ কুমারকৃষ্ণ বারিক নামে এক ব্যক্তির বাড়ির মন্দিরের মধ্যে বিশাল আকৃতির জলজ প্রাণীর দেখা মেলে। জলজ প্রাণীকে ঘিরে কুমীর আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত খবর দেওয়া হয় বনদফতরে। খবর পেয়ে দাসপুর সুলতাননগর বিটের বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রানীটিকে উদ্ধার করে নিয়ে আসে।
বনদফতর সূত্রে খবর, প্রাণীটি কুমীর নয়। এটি এক ধরনের জলজ প্রাণী। গাগরোল নামে পরিচিত। সাধারণত এগুলি এখানে দেখা যায় না। এটির পেটে বাচ্চা রয়েছে। বনদফতরের কর্মীরা সেটি উদ্ধার করে চন্দ্রকোনার বায়ো ডাইভারসিটি পার্কের একটি বড় জলাশয়ে ছেড়ে দেয়।