নিষিদ্ধ পল্লীতে বেআইনিভাবে বাড়ি নির্মাণ বন্ধের নোটিশ জারি

author-image
Harmeet
New Update
নিষিদ্ধ পল্লীতে বেআইনিভাবে বাড়ি নির্মাণ বন্ধের নোটিশ জারি

রাহুল পাসওয়ান, আসানসোল : লছিপুর নিষিদ্ধ পল্লীতে বেআইনিভাবে বাড়ি নির্মাণ কার্য বন্ধের দ্বিতীয় নোটিশ জারি করলো আসানসোল পৌর নিগম।পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার অন্তর্গত লছিপুর এলাকার নিষিদ্ধ পল্লী দিশা জনকল্যাণ কেন্দ্রে বেআইনিভাবে বাড়ি নির্মাণ হচ্ছে, এই অভিযোগ পেয়ে গত মঙ্গলবার আসানসোল পৌরনিগমের কুলটি বোরো অফিসের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শুভাশিস রায়, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুদীপ্ত কেশ নিয়ামতপুর ফাঁড়ি পুলিশকে সঙ্গে নিয়ে বেআইনিভাবে বাড়ি নির্মাণ কাজ বন্ধ করার নোটিস জারি করেছিলেন। 



আজ মঙ্গলবারে আবার দ্বিতীয় নোটিশ দেওয়া হল আসানসোল পৌর নিগমের নেতৃত্বে। খবর পাওয়া যায় যে লছিপুর নিষিদ্ধ পল্লীতে তিনজন বেআইনিভাবে বাড়ি নির্মাণ করছে। পৌরনিগমের আধিকারিকরা অসম্পূর্ণ বাড়িতে নোটিশ বা বিজ্ঞপ্তি লাগিয়ে দেয় কাজ বন্ধ করার। এর আগেও বেআইনিভাবে বাড়ি নির্মাণের অভিযোগে কুলটি থানা পুলিশ সেইসব বাড়িগুলোকে সিল করে দেয় এবং সেগুলো বর্তমানে বন্ধ রয়েছে।