নিজস্ব সংবাদদাতাঃ দুর্নীতি রুখতে এবার কড়া হুঁশিয়ারি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দিলেন মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেওয়ার হুমকিও। এদিন বিচারপতি ৭০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন।
তিনি মঙ্গলবার জানিয়েছেন, 'নতুন করে অনিয়ম খুঁজে পেলে মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেব। ২০১০ সালে মাদ্রাসা শিক্ষক নিয়োগ আইনে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার থাকলেও ২০১৩-১৪ সালের নিয়োগ প্রক্রিয়ায় অনেকেই বঞ্চিত হন।'