নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল কাশ্মীর উপত্যকা। জানা গিয়েছে, মঙ্গলবার কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে কম্পন অনুভূত হয়েছে। ন্যাশনাল সিসমোলজি সেন্টারের মতে, ভূমিকম্পের তীব্রতা ৫.২ ছিল।
এদিন দুপুর ১টা ৫ মিনিটে ভূমিকম্পটি হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান-তাজিকিস্তানে। তবে বর্তমানে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।