এবার দক্ষিণ বঙ্গেও মিলবে হোম স্টের সুবিধা

author-image
Harmeet
New Update
এবার দক্ষিণ বঙ্গেও মিলবে হোম স্টের সুবিধা

নিজস্ব সংবাদদাতাঃ হোম স্টে পরিষেবার নিরিখে বর্তমানে রাজ্য সারা দেশের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে। এ দিন পর্যটন সংক্রান্ত বিষয় নিয়েই মুখ্যসচিব জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন। এক মাসের মধ্যেই হোমস্টে সংক্রান্ত যে জমি সমস্যা রয়েছে তা মিটিয়ে ফেলতে হবে বলেও এ দিন নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।











পর্যটন কেন্দ্রগুলিকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য বার বারই জেলার প্রশাসনিক বৈঠকগুলিতে জোর দিয়েছেন মু্খ্যমন্ত্রী। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় হোম স্টে পরিষেবা যথেষ্ট জনপ্রিয়৷ দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়ার মতো পর্যটনকেন্দ্রগুলিতেও হোম স্টে পরিষেবা শুরু করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এতে একদিকে যেমন পর্যটকদের আনাগোনা বাড়বে, একই ভাবে স্থানীয় বাসিন্দাদের উপার্জনেরও পথ খুলবে৷