নিজস্ব সংবাদদাতা : ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালনের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন কি বাতের ৮৯তম সংস্করণে তিনি বলেন, ‘আমি আপনাদের সবাইকে এবার যোগ দিবস উদযাপন করার জন্য অনুরোধ করব। আপনার শহর বা গ্রামের যে কোনও বিশেষ জায়গা বেছে নিন এবং সেখানে এই দিবস পালন করুন যোগ ব্যায়াম করার মাধ্যমে। সেই স্থানটি একটি প্রাচীন মন্দির এবং পর্যটন কেন্দ্র হতে পারে, অথবা এটি কোনও বিখ্যাত নদী, হ্রদ বা পুকুরের তীর হতে পারে। এতে যোগের পাশাপাশি আপনার এলাকার পরিচিতিও বাড়বে এবং সেখানকার পর্যটনও চাঙ্গা হবে।’
করোনা সতর্কতা বজায় রেখে যোগ দিবস পালন করতে বলেন তিনি। যোগা সম্পর্কে বলেন, 'বিশ্বের শীর্ষস্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে চলচ্চিত্র এবং ক্রীড়া ব্যক্তিত্ব, ছাত্র থেকে সাধারণ মানুষ, প্রত্যেকেই যোগব্যায়ামকে নিজের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ করে তুলছে।’