নিজস্ব সংবাদদাতাঃ এবার হ্যাকারদের কবলে পুলিশের ওয়েবসাইট। সাইবার সেলের ডিসিপি সুনীল লোখান্ডে বলেন, 'মঙ্গলবার সকাল ৪টে নাগাদ থানে পুলিশের ওয়েবসাইট হ্যাক হয়েছিল। ইতিমধ্যেই সাইবার টিম এ বিষয়ে তদন্ত শুরু করেছে। প্রযুক্তিগত বিশেষজ্ঞরা তথ্য এবং ওয়েবসাইট পুনরুদ্ধার করা হয়েছে। আরও তদন্ত চলছে।'
হ্যাকাররা একটি বার্তায় লেখে, 'হ্যালো ভারত সরকার, সবাইকে হ্যালো। বার বার আপনি ইসলামী ধর্মের সমস্যা নিয়ে সমস্যা তৈরি করছেন। আমি মনে করি আপনি সহিষ্ণুতা বুঝতে পারছেন না, তাই না? আমরা আপনার মতো আবর্জনার সঙ্গে আচরণ করতে খুব অলস লাগে। তাড়াতাড়ি করুন এবং সারা বিশ্বের মুসলমানদের কাছে ক্ষমা চান।'