নিজস্ব সংবাদদাতা : নূপুর শর্মাকে সমর্থন করে সমাবেশ হায়দরাবাদে। এই নিয়ে উত্তেজনা ছড়ালো বোয়েনপ্যালি এলাকায়। সোমবার রাতে মিছিলটি হাসমাথপেট এলাকায় হয়। অংশগ্রহণকারীরা মোমবাতি হাতে নূপুরের সমর্থনে পথে নামেন। এই ঘটনাক কেন্দ্র কের দুই গোষ্ঠী সংঘর্ষে জড়ায়। এর জেরে হায়দরাবাদ পুলিশ এবং সাইবারাবাদ পুলিশ এলাকায় নজরদারি জোরদার করেছে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে বাহিনী মোতায়েন করেছে। এলাকার দোকানপাটও আজ বন্ধ।
সিটি কমিশনার সিভি আনন্দের মতে, দলটি পুলিশের অনুমতি ছাড়াই সমাবেশ করেছে। আনন্দ বলেন, পুলিশ সমাবেশের আয়োজকদের পাশাপাশি অংশগ্রহণকারীদের বিরুদ্ধে মামলা করবে।