নিজস্ব সংবাদদাতা : জগন্নাথ দবের স্নানযাত্রার অনুষ্ঠানকে কেন্দ্র করে সাজো সাজো রব পুরীতে। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালন করা হয়। আজকে সেই তিথি। সেই উপলক্ষ্যে প্রচুর সংখ্যক ভক্ত সমাগম হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরে। সমস্ত আচার-রীতি মেনে মহা সমারোহে পালিত হচ্ছে জগন্নাথ-বলরাম-সুভদ্রার স্নান যাত্রার অনুষ্ঠান।
প্রসঙ্গত, স্নানযাত্রার অনুষ্ঠানে ১০৮ ঘড়া জল দিয়ে অভিষেক করানো হয় বিগ্রহকে। এই জলের মধ্যে অনেক রকম ভেষজ ঔষধি চন্দন আরো নানারকম সুগন্ধি দেওয়া থাকে। এই তিথিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথিও বলা হয়ে থাকে। ১০৮ টা সোনার কলসি জল পরিপূর্ণ করে স্নান মঞ্চে নিয়ে আসা হয়। বিগ্রহদের সুন্দর পট্টবস্ত্র দিয়ে ঢেকে দেওয়া হয় স্নানের পর। রথ যাত্রার পূর্বে খুবই মহত্বপূর্ণ হলো এই স্নান যাত্রা উৎসব।