বুধবার থেকে ইলিশের খোঁজে সমুদ্রে পাড়ি দিতে তৈরি কয়েকশো ট্রলার

author-image
Harmeet
New Update
বুধবার থেকে ইলিশের খোঁজে সমুদ্রে পাড়ি দিতে তৈরি কয়েকশো ট্রলার

নিজস্ব সংবাদদাতাঃ শেষ হচ্ছে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা। আর বুধবার থেকে ইলিশের খোঁজে সমুদ্রে পাড়ি দিতে তৈরি কয়েকশো ট্রলার।




চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গত ৩ বছরে সেরকম ভাল ইলিশ মেলেনি। এবার কি শিকে ছিঁড়বে? আশাবাদী মত্‍স্যজীবী থেকে ট্রলার মালিকরা।