আজ ফের রাহুলকে তলব ইডির

author-image
Harmeet
New Update
আজ ফের রাহুলকে  তলব ইডির

নিজস্ব সংবাদদাতা : ইংরেজি সংবাদপত্র সম্পর্কিত দুর্নীতি মামলায় সোমবার ১০ ঘণ্টা ধরে জেরার পর মঙ্গলবার ফের রাহুল গান্ধীকে তলব করেছে ইডি। বেশ কিছু প্রশ্নের উত্তর না মেলার কারণেই এই তলব বলে জানা যাচ্ছে। গতকাল সকাল থেকেই রাজধানীর পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিক্ষোভ দেখিয়ে আটক হন একের পর এক কংগ্রেস নেতা-কর্মী। সেই নিয়ে তোলপাড় হয় জাতীয় রাজনীতি। মঙ্গলবার সকালেও কড়া নিরাপত্তা রাজধানীজুড়ে। সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন। আকবর রোডের আশে পাশের এলাকায় জারি রয়েছে ১৪৪ ধারা। কংগ্রেস বিক্ষোভের পথে হাঁটলে বিক্ষোভকারীদের আটকাতে তৈরি পুলিশের ব্যারিকেড। 




এদিকে দলের মুখপাত্র রনদীপ সিং সূর্যেওয়ালা বলেছেন, 'বিভিন্ন ইস্যুতে প্রশ্ন তুলেছেন রাহুল। তাই কংগ্রেস নেতার কন্ঠকে ভয় পাচ্ছে মোদী সরকার। সেকারণেই ফের তলব করা হল তাকে।' কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, 'বিজেপির স্বৈরতন্ত্র চলছে।'