নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি Indian Navy-তে শিক্ষানবীশ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা Indian Navy এ নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন।
আবেদনের সময়ঃ এই পদে আবেদন করতে চাকরিপ্রার্থীকে ২১ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভারতীয় নৌবাহিনীতে আবেদন করার শেষ তারিখ ৮ জুলাই রাখা হয়েছে। চাকরিপ্রার্থীরা চাইলে এই নির্দিষ্ট তারিখের মধ্যে অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারেন।
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। সেই ক্ষেত্রে নিয়োগকারী সংস্থা Indian Navy-র নামে হবে আবেদন। এই ক্ষেত্রে প্রচুর শিক্ষানবীশ বা অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করতে চলেছে ভারতীয় নৌবাহিনী। সারা ভারতে হবে এই নিয়োগ। সেই ক্ষেত্রে কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী প্রার্থীকে দেশের বিভিন্ন জায়গায় নিয়োগ করা হতে পারে।
মোট কতগুলি পদে হবে নিয়োগ ?
ভারতীয় নৌবাহিনীতে আবেদনের ক্ষেত্রে এক বছরের ট্রেনিংয়ে ৩০৩ ও দুই বছরের ট্রেনিংয়ে ৩৫ জনকে শিক্ষানবীশ পদে নেওয়া হবে।
Trade No Of Vacancy
ONE YEAR TRAINING Electrician 49 Electroplater 01 Marine Engine Fitter 36 Foundry man 02 Pattern Maker 02 Mechanic Diesel 39 Instrument Mechanic 08 Machinist 15 Mechanic Machine Tool Maintenance 15 Painter(Gen) 11 Sheet Metal Worker 03 Pipe Fitter 22 Mechanic Ref & AC 08 Tailor(General) 04 Welder (Gas and Electric) 23 Electronics Mechanic 28 Shipwright wood 05 Mason Building Constructor 08 I&CTSM 03 Total 303
TWO YEAR TRAINING Shipwright steel 20 Rigger 14 Forger and Heat Treater 01 Total 35
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই দশম শ্রেণি পাশ হতে হবে। পাশাপাশি একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক ট্রেডে আইটিআই কোর্স উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমাঃ Born between 01 Aug 2001 to 31 Oct 2008 প্রার্থীর বয়স হতে হবে ১৮ বছর ৬ মাস থেকে ২১ বছর ৬ মাসের মধ্যে। প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে |
আবেদন মূল্যঃ এই পদে আবেদনের ক্ষেত্রে কোনও পরীক্ষার ফি লাগবে না |
নির্বাচনের পদ্ধতিঃ আবেদনপত্র যাচাই করার পরে সব যোগ্যপ্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।