নিজস্ব সংবাদদাতাঃ দেশে ফের একবার লাগামছাড়াভাবে বাড়ছে করোনা সংক্রমণ। উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ুর মতো একাধিক রাজ্য। আগামিদিনে ফের করোনার নতুন ঢেউ আছড়ে পড়বে কি না, তার উদ্বেগের মাঝেই আরও চিন্তা বাড়াল বিশেষজ্ঞদের একটি তথ্য।
বিগত এক মাসে মহারাষ্ট্র, বিশেষ করে মুম্বইয়ে যে হারে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তা শুনলে চোখ কপালে উঠবে। জানা গিয়েছে, গত ১৭ মে থেকে এখনও অবধি ১০০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। এই কারণেই ফের একবার মনে করা হচ্ছে যে বাণিজ্যনগরীতেই করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়তে পারে।