আজকের দিনে বিশেষ টোটকা সৌভাগ্য বজায় রাখবে

author-image
Harmeet
New Update
আজকের দিনে বিশেষ টোটকা সৌভাগ্য বজায় রাখবে

নিজস্ব সংবাদদাতাঃ  স্নানযাত্রার দিন যদি কিছু উপায় করা হয় তা হলে সৌভাগ্যকে বজায় রাখা যায় সারা বছর।

দেখে নেব উপায়গুলো কী কী—

• এই দিন অবশ্যই গঙ্গায় স্নান করুন। যদি সম্ভব হয় তা হলে নতুন বস্ত্র পরে গঙ্গাস্নান করুন। তার পর ভেজা বস্ত্রে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহে জল ঢেলে স্নান করান।

• জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহে গঙ্গাজল, জাফরান, চন্দন, ঘি এবং কাঁচা দুধ একত্রে মিশিয়ে স্নান করান।

• স্নান করানোর পর এই তিন দেবদেবীর বিগ্রহে হলুদ বর্ণের কাপড় অর্পণ করুন।