নিজস্ব সংবাদদাতাঃ স্নানযাত্রার দিন যদি কিছু উপায় করা হয় তা হলে সৌভাগ্যকে বজায় রাখা যায় সারা বছর।
দেখে নেব উপায়গুলো কী কী—
• এই দিন অবশ্যই গঙ্গায় স্নান করুন। যদি সম্ভব হয় তা হলে নতুন বস্ত্র পরে গঙ্গাস্নান করুন। তার পর ভেজা বস্ত্রে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহে জল ঢেলে স্নান করান।
• জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহে গঙ্গাজল, জাফরান, চন্দন, ঘি এবং কাঁচা দুধ একত্রে মিশিয়ে স্নান করান।
• স্নান করানোর পর এই তিন দেবদেবীর বিগ্রহে হলুদ বর্ণের কাপড় অর্পণ করুন।