ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল, কুণাল ঘোষের সভায় ইটবৃষ্টি

author-image
Harmeet
New Update
ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল, কুণাল ঘোষের সভায় ইটবৃষ্টি

নিজস্ব সংবাদদাতাঃ কয়েকদিন পর ত্রিপুরায় চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার আগে মঙ্গলবার ত্রিপুরায় যাচ্ছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এরই মধ্যে অভিষেকের ত্রিপুরা সফরের আগে ফের পড়শি রাজ্যে আক্রান্ত মমতার দল। ঘটনাটি ঘটেছে আগরতলায় এক পথসভায়। অভিযোগ, তৃণমূলের নেতা-কর্মীদের ঘিরে ইটবৃষ্টি চলেছে। আক্রান্ত হয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতারা। তৃণমূলের ওই পথসভায় উপস্থিত ছিলেন বাংলার মন্ত্রী গোলাম রব্বানিও। 


উপনির্বাচনে ওই এলাকা থেকে তৃণমূল প্রার্থী করেছে পান্না দেবকে। তাঁকে নিয়েই এক নির্বাচনী পথসভার আয়োজন করেছিল তৃণমূল। অভিযোগ, সেখানেই এক দল দুষ্কৃতী হামলা চালায় এবং ইটবৃষ্টি করে। তৃণমূলের অভিযোগ, দুষ্কৃতীরা প্রত্যেকেই বিজেপি আশ্রিত। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে পদ্ম শিবির।