প্রতি ম্যাচের নিরিখে ইংলিশ প্রিমিয়ার লিগের অঙ্ককেও ছাপিয়ে গিয়েছে আইপিএল!

author-image
Harmeet
New Update
প্রতি ম্যাচের নিরিখে ইংলিশ প্রিমিয়ার লিগের অঙ্ককেও ছাপিয়ে গিয়েছে আইপিএল!

নিজস্ব সংবাদদাতাঃ আইপিএল সম্প্রচার স্বত্ব নিয়ে ধোঁয়াশা পরিষ্কার হচ্ছে না। ২০২৩-২০২৭, এই পাঁচ মরসুমের আইপিএল সম্প্রচার স্বত্বের জন্য নিলাম শুরু হয়েছিল রবিবার। প্রথম দিনই প্যাকেজ এ এবং বি এর জন্য ম্যাচ পিছু দর উঠেছিল ১০৫ কোটির মতো। সোমবার আরও কিছুটা দর উঠেছে। বোর্ডের তরফে সরকারি বিবৃতি না এলেও সূত্রের খবর, প্যাকেজ এ (ভারতীয় উপমহাদেশে টিভি স্বত্ব) বিক্রি হয়েছে ৫৭.৫ কোটি টাকায় (প্রতি ম্যাচ)। ডিজিটাল স্বত্ব অর্থাৎ প্যাকেজ বি (ভারতীয় উপমহাদেশে) বিক্রি হয়েছে ৫০ কোটিতে (প্রতি ম্যাচ)। প্যাকেজ এ,বি-র মিলিত দর ১০৭.৫ কোটি (প্রতি ম্যাচ)। 

                                        

বিশ্বের অন্যান্য দামী লিগ এনএফএল এবং ইপিএলের সঙ্গে একই সারিতে আইপিএলও। প্রতি ম্যাচের নিরিখে ইংলিশ প্রিমিয়ার লিগের অঙ্ককেও ছাপিয়ে গিয়েছে (গত দশ বছরের নিরিখে)। ইপিএলের প্রতি ম্যাচের মিডিয়া স্বত্ব ভারতীয় টাকায় প্রায় ৯০ কোটি। সেখানে আইপিএল সম্প্রচার স্বত্ব টিভি এবং ডিজিটাল মিলিয়ে হল ১০৭.৫ কোটি টাকা