নিজস্ব সংবাদদাতাঃ নূপুর শর্মা-নবীন জিন্দলদের বিতর্কিত মন্তব্যের জেরে আন্তর্জাতিক মঞ্চে অস্বস্তি বাড়ছে ভারতের। আরব দুনিয়া, পাকিস্তান, আফগানিস্তানের পর এবার উইঘুর মুসলিমদের নির্যাতনে অভিযুক্ত চিন সরকারও নয়াদিল্লিকে সহিষ্ণুতার পাঠ দিতে সক্রিয় হল।
চিনা বিদেশমন্ত্রকের মুখপ্তার ওয়াং ওয়েনবিন বলেন, ‘‘বিজেপি নেতাদের মন্তব্যের কারণেই ভারতে বিক্ষোভের সূত্রপাত হয়েছে।’’ পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারত সরকার ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাৎপর্যপূর্ণ ভাবে, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার চিন সফরের একদিন পরেই এমন মন্তব্য করলেন ওয়াং।