সেভেরোডনেস্কের প্রতি মিটারের জন্য লড়াই চলছে: জেলেনস্কি

author-image
Harmeet
New Update
সেভেরোডনেস্কের প্রতি মিটারের জন্য লড়াই চলছে: জেলেনস্কি

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের ডনবাসের সেভেরোডনেস্ক শহরের ‘প্রতি মিটার’ ভূখণ্ডের জন্য লড়াই চলছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অঞ্চলটি নিয়ন্ত্রণে নিতে রাশিয়া ডনবাসে রিজার্ভ সেনা মোতায়েন করেছে বলেও জানান তিনি। সেভেরোডনেস্ক শহরে আক্রমণ প্রতিনিয়ত জোরালো করছে রুশ বাহিনী। ইউক্রেন থেকে শহরটি বিচ্ছিন্ন করে ফেলতে সেতু এবং গুরুত্বপূর্ণ সড়কগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে।  জেলেনস্কি বলেন, "ডনবাসে মস্কো সমর্থিত যোদ্ধাদের সহায়তা করতেই রিজার্ভ বাহিনী মোতায়েন করছে রাশিয়া। সেখানে তীব্র লড়াই হচ্ছে- আক্ষরিকভাবে প্রতি মিটারের জন্য। লিসিচানস্ক, বাখমুত এবং অন্য অঞ্চলগুলোতেও একই পরিস্থিতি।

                  



এর আগে লুহানস্কের গভর্নর সের্হি হাইদাই জানান, সেভেরোডনেস্কের পথে পথে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় প্রতিরোধ যোদ্ধাদের লড়াই চলছে। শহরে প্রবেশে সেতুগুলো ধ্বংস করে দেওয়ায় উদ্ধার কাজ বন্ধ হয়ে গেছে। এখনও কয়েক হাজার নাগরিক আটকা আছে। শহরটি ইউক্রেন থেকে আলাদা করতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে যাচ্ছে মস্কো।