প্রায় ন'ঘণ্টা জিজ্ঞাসাবাদ রাহুলকে, আর্থিক তছরুপের মামলায় মঙ্গলবার ফের তলব

author-image
Harmeet
New Update
প্রায় ন'ঘণ্টা জিজ্ঞাসাবাদ রাহুলকে, আর্থিক তছরুপের মামলায় মঙ্গলবার ফের তলব

নিজস্ব সংবাদদাতাঃ সোমবার (১৩ জুন) প্রায় নয় ঘন্টা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীদের জেরার মোকাবিলা করলেন রাহুল গান্ধী। তবে, এখানেই শেষ নয়। মঙ্গলবার ফের ইডির কার্যালয়ে হাজিরা দিতে হবে রাহুল গান্ধীকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির কর্মকর্তারা এই খবর জানিয়েছেন। ন্যাশনাল হেরাল্ড পত্রিকার সঙ্গে যুক্ত একটি তহবিল তছরুপের মামলার তদন্তের প্রয়োজনে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকেও। আগামী ২১ জুন তাঁকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

                                 


এদিন সকাল ১১টা বেজে ১০ মিনিট নাগাদ দিল্লিতে ইডির সদর দফতরে উপস্থিত হয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সূত্রের খবর, প্রথমে সংক্ষিপ্ত কিছু আইনি প্রক্রিয়া চলে। প্রায় ২০ মিনিট পর থেকে শুরু হয়েছিল জিজ্ঞাসাবাদ। দুপুর ২টো বেজে ১০ মিনিট নাগাদ মধ্যাহ্নভোজের জন্য জেরায় বিরতি দেওয়া হয়। ইডির সদর দফতর থেকে বেরিয়ে, হাসপাতালে মাকে দেখতে গিয়েছিলেন রাহুল। কোভিড-১৯ সংক্রান্ত জটিলতা নিয়ে রবিবারই হাসপাতালে ভর্তি হয়েছেন সনিয়া গান্ধী। তাঁর সঙ্গে দেখা করার পর, বিকেল সাড়ে তিনটে নাগাদ রাহুল গান্ধী ফের ইডির সদর দফতরে ফিরে আসেন। শুরু হয় দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ। রাত ৯টার পরও চলে সেই পর্ব। প্রায় রাত ১০টা নাগাদ ইডির কার্যালয় থেকে বেরিয়ে আসেন রাহুল। তবে, জেরা এখনও শেষ হয়নি। মঙ্গলবার, আবার ইডির সদর দফতরে হাজিরা দিতে হবে রাহুলকে।