নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আট বছরে দেশের উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসের বিরোধিতা সহ একাধিক দাবিতে একটি প্রতিবাদ মিছিল ও জনসভা অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুরের বেলদাতে। আজকের এই মিছিলে নেতৃত্ব দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার,মেদিনীপুরের সাংসদ তথা সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্যরা।মিছিলটি বেলদার বাইপাস এলাকা থেকে শুরু হয়ে বেলদা কেশিয়াড়ী মোড় পর্যন্ত সংগঠিত হয়।
মিছিলে কয়েক হাজার কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। পরে বেলদা কেশিয়াড়ী মোড়ে একটি জনসভার আয়োজন করা হয়। এই জনসভায় রাজ্যের বর্তমান অবস্থা এবং রাজ্য সরকারের বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দিয়ে বক্তব্য রাখেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা।