নয়ার পটচিত্রে সেজে উঠেছে পিংলা থানা

author-image
Harmeet
New Update
নয়ার পটচিত্রে সেজে উঠেছে পিংলা থানা

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : পিংলা মানেই পট। আর পট মানেই পিংলা। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার নয়ার পট শিল্পের নাম আজ সারা বিশ্ব জানে। আর সেই পট দিয়েই সেজে উঠেছে পিংলা থানা। জেলার পুলিশ সুপার দীনেশ কুমারের নির্দেশে এবং পিংলা থানার ওসি সুদীপ ঘোষালের তৎপরতায় পিংলা থানা প্রাঙ্গণ সেজে উঠেছে পটচিত্রে যা নিয়ে খুশি পুলিশ কর্মীরাও। কয়েক মাস আগে শুরু হয়েছিল পিংলা থানার ভেতরে পটের কাজ। এবার পুরো থানা জুড়েই এই পটের কাজ হবে বলে জানা গিয়েছে। যেখানে পটের ছবির মধ্য দিয়ে বিভিন্ন বার্তাও দেওয়া হচ্ছে মানুষজনকে।



 ধূমপান নিষেধ, মাস্ক পরা, পরিবেশকে পূজিত করা, দম্পত্তি কন্যা সন্তানকে নিয়েই খুশি থাকা সহ বিভিন্ন ধরনের থিম তুলে ধরা হয়েছে। আনোয়ার চিত্রকরের তৈরি এই ডিজাইনের কাজ করেছে নয়ন চিত্রকর, হাঁসি চিত্রকর, উত্তম চিত্রকরেরা। থানার সামনে গেলেই সবাইকে একবার হলেও চোখ তুলে দেখতে হবে। আর থানায় এই ধরনের কাজ করতে পেরে খুশি নয়ার পটুয়ারা। খুশি পুলিশ কর্মীরাও।