হাসপাতাল থেকে ছুটি পেলেন রেণু খাতুন

author-image
Harmeet
New Update
হাসপাতাল থেকে ছুটি পেলেন রেণু খাতুন

হরি ঘোষ, দুর্গাপুর : হাসপাতাল থেকে ছুটি পেলেন রেণু খাতুন। নির্যাতিতাদের লড়াইয়ের বার্তা দিলেন তিনি।সরকারি চাকরিতে আপত্তি ছিল কেতুগ্রামের নার্সিং স্টাফ রেণুর স্বামীর। সরকারি নার্সিং চাকরির লিস্টে নাম আসতেই সুপারি কিলারদের সঙ্গে নিয়ে নিশংসভাবে রেণু খাতুনের ডান হাতের কব্জি থেকে ডান হাত কেটে দেয় তার স্বামী শের মহম্মদ। তারপরেও দমিয়ে রাখতে পারেনি রেণুকে। রেণুর চিকিৎসার খরচ বহন করেছে রাজ্য সরকার। গ্রেফতার হয়েছে শ্বশুর শাশুড়িসহ ৬। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেণুর পাশে দাঁড়িয়েছেন। কৃত্রিম হাতও লাগিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। ৮ দিন ধরে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে লড়াই করার পর এখন সম্পূর্ণ সুস্থ রেণু। বেসরকারি হাসপাতাল থেকে ছুটি হতেই রেণুর মুখে যেন আরো একটু হাঁসি ফুটল। রেণুর বার্তা, যারা এই ধরনের ঘটনার সাক্ষী হচ্ছে তারা যেন চুপ করে বসে না থাকে, লড়াইয়ে এগিয়ে আসে। নতুন জীবনের লড়াইটা আরেকটু নতুনভাবে শুরু হল হার না মানা রেণুর।

 



রেণু বলেন, 'সরকারকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই। ঠিক তেমনি চিকিৎসকদেরও ধন্যবাদ জানানোর ভাষা নেই।' চিকিৎসকরা জানান, এখন রেনু সম্পূর্ণ সুস্থ।নতুন করে সংসার নিয়েও এখনো চিন্তা করেননি রেণু।