হাবিবুর রহমান, ঢাকাঃ বাংলাদেশে দু’বছর ধরেই ঐতিহাসিক রথের চাকা বন্ধ। ঢাকার ইস্কন মন্দিরের ঐতিহাসিক রথযাত্রা ঘিরে ভক্তদের মধ্যে সাজ সাজ রব থাকতো। দূরদুরান্ত থেকে হাজারো ভক্ত এসে হাজির হতেন পুরাতন ঢাকার স্বামীবাগের ইস্কন মন্দিরে।
প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ রথযাত্রা ঘিরে থাকতো কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ঢাকার স্বামীবাগের ইস্কন মন্দির থেকে বর্ণাঢ্য রথযাত্রা বের হয়ে প্রায় ৫ কিলোমিটার পথ প্রদক্ষিণ করে বাংলাদেশের জাতীয় মন্দির ঢাকেশ্বরী গিয়ে শেষ হতো। ফিরতি রথযাত্রার আয়োজনটাও থাকতো ব্যাপক। কিন্তু দু’বছর করোনার মহামারীর কারণে রথযাত্রা বন্ধ রয়েছে। হাজারো ভক্ত প্রভুর মন্দিরের বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলে চলে যান। গত বছরের মতো এবারেও ঢাকার স্বামীবাগের ইস্কন মন্দিরের ভেতরেই আয়োজন করা হয়েছে রথযাত্রা। বর্ণাঢ্য রথযাত্রা উপলক্ষ্যে জগন্নাথ দেবের রথ সাজানো হয়েছে ঠিকই, কিন্তু বাইরে নয়, ভেতরেই সীমাবদ্ধ ছিলো। জগন্নাথ দেবের রথ নিয়ে মন্দির প্রাঙ্গণেই ব্যস্ত ছিলেন ব্রহ্মচারীরা। সদর দরজা থেকে ব্যারিকেড দিয়ে পথ তৈরি করা হয়। প্রার্থনার বিশাল জায়গায় চারিদিকে রশি টেনে তৈরি করা হয়েছে নিরাপত্তা বেষ্টনী। শারীরিক দূরত্ব বজায় রেখে প্রভুর প্রার্থনায় যাতে সবাই যোগ দিতে পারেন, সেই ব্যবস্থা করা হয়েছে।