নিজস্ব সংবাদদাতাঃ আজ সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রীকে বিশ্বভারতীর উপাচার্য করার জন্য বিল পাস হয়েছে। তার পক্ষে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মন্তব্য করেছেন। তিনি বলেছেন- ‘বিশ্বভারতীর আচার্য প্রধানমন্ত্রী হলে, রাজ্যের ক্ষেত্রে আপত্তি কীসের?’ গুজরাতের প্রসঙ্গ তুলে বিলের পক্ষে এই সওয়াল করেন শিক্ষামন্ত্রী। মুখ্যমন্ত্রীর মতো রাজনৈতিক ব্যক্তিকে কেন আচার্য-- বিরোধীদের এই প্রশ্নের মুখে পাল্টা সওয়াল করেন শিক্ষামন্ত্রী।