চলন্ত ট্রেনে হাতাহাতি রেল যাত্রীদের

author-image
Harmeet
New Update
চলন্ত ট্রেনে হাতাহাতি রেল যাত্রীদের

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : পাঁশকুড়া থেকে দীঘা যাওয়ার পথে লোকাল ট্রেনের মধ্যে বসার সিট দখলকে কেন্দ্র করে হাতাহাতি যাত্রীদের মধ্যে। হাতাহাতি হয় বয়স্ক নাগরিকদের সিট দখলকে কেন্দ্র করে। বয়স্কদের জন্য সংরক্ষিত সিটে বসে পড়ে যুবক-যুবতী, তাদের সাথে এক মধ্য বয়স্ক রেল যাত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হলে ওই রেল যাত্রী পাঁশকুড়ার সিভিক ভলেন্টিয়ারকে ডেকে আনেন। সেই মুহূর্তে ওরা সিট ছেড়ে উঠে পড়লে ভিড়ের মধ্যে দাঁড়াতে না পেরে দুই শিশু ওই সিটে বসে পড়ে। সিভিক পুলিশ এসে তাদের বুঝিয়ে যাওয়ার কথা বললে তারপর থমথমে হয়ে যায় পরিস্থিতি। দীঘা লোকাল ট্রেন পাঁশকুড়া স্টেশন ছাড়লে সেই মুহূর্তে ওই বয়স্ক রেলযাত্রীরা তাদের সিট ছেড়ে উঠতে বলে। আর তা নিয়েই শিশুটির অভিভাবকদের সাথে ওই রেল যাত্রীর মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়।


 





সেই মুহূর্তে ওই মধ্যবয়স্ক রেলযাত্রী দুই শিশুর হাত ধরে টেনে হিঁচড়ে তুলে দেওয়ার চেষ্টা করে। তখনই শিশুটির অভিভাবকেরা ওই ব্যক্তিকে ধরে ধাক্কাধাক্কি শুরু করে। আর তা থেকেই শুরু হয় হাতাহাতি। চলন্ত ট্রেনের মধ্যে ব্যাপক মারামারি চলে। এমনকি মহিলারা জুতাপেটা করেন ওই ব্যক্তিকে। সেই মুহূর্তে চলন্ত ট্রেনের মধ্যে শুরু হয় ব্যাপক উত্তেজনা। শেষ পর্যন্ত অন্যান্য রেলযাত্রীদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মধ্যবয়স্ক রেলযাত্রী তমলুকের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে।