আগ্নেয়াস্ত্র দেখিয়ে নগদ লক্ষাধিক টাকা সহ গয়না ছিনতাইয়ের অভিযোগ

author-image
Harmeet
New Update
আগ্নেয়াস্ত্র দেখিয়ে নগদ লক্ষাধিক টাকা সহ গয়না ছিনতাইয়ের অভিযোগ

রাহুল পাসওয়ান, আসানসোল : আগ্নেয়াস্ত্র দেখিয়ে নগদ লক্ষাধিক টাকা সহ গয়না ছিনতাইয়ের ঘটনা ঘটলো আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত উষাগ্রাম এলাকায়। কিছু অজ্ঞাত পরিচয়ের সশস্ত্র ডাকাত ভোর রাতে অস্ত্র দেখিয়ে একটি বাড়িতে ডাকাতি চালায় বলে অভিযোগ। ডাকাতরা বাড়িওয়ালা রতন যাদবকে মারধর করে বলেও অভিযোগ। 









রতন যাদব জানান, 'ভোর রাতে এক ব্যক্তি তাঁর বাড়ির দরজায় টোকা দিয়ে জানান যে তাঁর গাড়ির স্টিয়ারিং বিকল হয়ে গেছে। দরজা খোলার সঙ্গে সঙ্গে ৪ জন ভেতরে এসে ঘরের আলমারি খুলে নগদ এক লাখ দশ হাজার টাকা ও লাখ টাকার স্বর্ণ-রূপার গহনা নিয়ে চম্পট দেয়। ওই সময় তার দুই সঙ্গীও বাড়ির বাইরে উপস্থিত ছিলেন।' যাওয়ার সময় সেই অপরাধীরা রতন যাদবকে মারধর করেছে বলে দাবি করেন রতন। এরপর থানায় অভিযোগ জানান রতন যাদব। আসানসোল দক্ষিণ থানার পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে।