জমি দিয়েও মেলেনি চাকরি, বিক্ষোভ

author-image
Harmeet
New Update
জমি দিয়েও মেলেনি চাকরি, বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধিঃ আসানসোলের বিসিসিএলের দামাগড়িয়া ও চাপতোড়িয়া কয়লা ক্ষনির প্রজেক্টের জমিদাতাদের জমি কেটে কয়লা উত্তোলন করে নেওয়া হলেও এখনও কাজে যোগদানের নিয়োগপত্র বা ক্ষতিপূরণ পায়নি জমিদাতারা। এই দাবিকে সামনে রেখে বারংবার তারা আন্দোলন করেছে। তবে বদলে মিলেছে শুধু আশ্বাস। কিন্তু ক্ষতিপূরণ বা নিয়োগপত্র মেলেনি। তাই জমিদাতারা বাধ্য হয়ে বিসিসিএলের বরাকর জিএম অফিসের গেটের সামনে ধর্না-বিক্ষোভ কর্মসূচি নিয়েছেন। সোমবার এই অবস্থান ৪৩ তম দিনে পা দিয়েছে। কিন্তু এখনও খনি কতৃপক্ষর কাছ থেকে কোনও সদুত্তর পায়নি জমিদাতারা। এই অবস্থান বিক্ষোভে ১৩ জন জমিদাতা রয়েছে বলে জানা গিয়েছে। চাকরির দাবি সহ বন্ধ খনি গুলি চালু করার দাবি জানিয়েছেন অবস্থানরত জমিদাতা বিমান দত্ত।