গুজব ছড়াবেন না, সাংবাদিক বৈঠক থেকে বার্তা জাভেদ শামিমের

author-image
Harmeet
New Update
গুজব ছড়াবেন না, সাংবাদিক বৈঠক থেকে বার্তা জাভেদ শামিমের

নিজস্ব সংবাদদাতা : নবান্নে সাংবাদিক বৈঠকে এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম। বাংলার মানুষকে গুজব না ছড়ানোর বার্তা দিয়ে তিনি বলেছেন, 'পয়গম্বর বিতর্কের জেরে জেলায় জেলায় অশান্তির অভিযোগে গ্রেফতার ২০০র বেশি। এখনও পর্যন্ত ৪২ টি এফআইআর দায়ের করা হয়েছে। উস্কানিমূলক ভিডিও প্রচারের অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।'



তিনি আরও জানিয়েছেন, 'অশান্তি প্রবণ এলাকায় টহলদারি চালাচ্ছে পুলিশ। বাংলায় শান্তি ফিরিয়ে আনতে বদ্ধপরিকর তারা। কিছু ঘটলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা ন ওয়া হয়েছে। নদিয়ার নাকাশিপাড়ার ঘটনা দুর্ভাগ্যজনক। ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হচ্ছে। হাওড়া পুলিশ কমিশনারেটে ১৭টি মামলা দায়ের করা হয়েছে। আজ থেকে হাওড়ায় ইন্টারনেট পরিষবা চালু করে দেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে সবচেয়ে কড়া ধারায় মামলা করা হয়েছে।'