নেওড়াভ্যালিতে দেখা পাওয়া গেল রয়্যালবেঙ্গল টাইগারের

author-image
Harmeet
New Update
নেওড়াভ্যালিতে দেখা পাওয়া গেল রয়্যালবেঙ্গল টাইগারের

নিজস্ব সংবাদদাতাঃ ফের গরুমারা বন্যপ্রাণ বিভাগের অধীন কালিম্পং ডিভিশনের পাহাড়ি এলাকার নেওড়াভ্যালিতে দেখা মিলল রয়্যালবেঙ্গল টাইগারের ।



সাধারণত প্রচন্ড শীতে দুর্গম নেওড়াভ্যালি জাতীয় উদ্যানের জঙ্গলে ট্র‍্যাপ ক্যামেরায় একাধিক বার রয়েল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়েছিল কিন্তু, এবার সকলকে তাক লাগিয়ে বর্ষার মরশুম শুরুর আগেই ফের ট্র‍্যাপ ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়ল নেওড়াভ্যালিতে। বনদফতর সূত্রে খবর, এই বছর মার্চ থেকে জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নেওড়াভ্যালিতে ট্র‍্যাপ ক্যামেরায় বাঘের তিনটি দিক থেকে ছবি ধরা পড়েছে।