নিজস্ব সংবাদদাতাঃ ফের শিরোনামে টুইটার। আবারও এক কেন্দ্রীয় মন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট থেকে ব্লু টিক উধাও। জানা গিয়েছে, কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখরের টুইটারে নীল টিক উধাও হয়ে গিয়েছে। যদিও টুইটার বলেছে, মাইক্রো ব্লগিং সাইটে তার নাম পরিবর্তন হওয়ার ফলে এটা ঘটে থাকতে পারে। রাজীব চন্দ্রশেখর রাজীব এমপি থেকে তার নাম পরিবর্তন করে Rajeev_GOI করেছেন। করোনা বিধিনিষেধের কারণে এ বছরও ভক্তরা এতে অংশগ্রহণ করতে পারবেন না। হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে রথ যাত্রা আয়োজিত হয়।