নিজস্ব সংবাদদাতা : রাহুল গান্ধীকে ইডির তলব নিয়ে ক্ষোভে ফুঁসছে কংগ্রেস। সোমবার রাহুবলের ইডি দফতরে হাজিরার দিন জায়গায় জায়গায় ইডির বিরোধিতা করে বিক্ষোভ দেখিয়ে আটক হচ্ছেন কংগ্রেস কর্মী সমর্থকরা। পুলিশি বাধাকে অগ্রাহ্য করে এগোতে গেলে ধ্বস্তাধ্বস্তি হয় দু পক্ষের মধ্যে। এ নিয়ে জাতীয় রাজনীতি উত্তাল হয়ে উঠেছে।
কংগ্রেসের সদর দফতরের কাছে বিক্ষোভ জারি রয়েছে। বিক্ষোভ প্রদর্শনের জন্য কংগ্রেস নেতা রজনী পাতিল, আখিকেশ প্রসাদ সিং, এল. হনুমান্থাইয়া এবং থিরুনাভুক্কারাসার সু-কে আটক করে মন্দির মার্গ থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে খবর পুলিশ সূত্রে।