নিজস্ব সংবাদদাতা : অর্থ তছরূপের মামলায় রাহুল গান্ধীকে তলব করেছে ইডি। সে নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে জাতীয় রাজধানীতে। ক্রমে চড়ছে পারদ। কংগ্রেসের সদর দফতর থেকে পায়ে হেঁটে ইডির দফতরে রওনা হলেন রাহুল গান্ধী। তাঁর সঙ্গে কংগ্রেসের নেতা-সমর্থকদের ইডি অফিস পর্যন্ত মিছিল করে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই অনুমতি দেয়নি দিল্লি পুলিশ।
রাহুলের সমর্থনে পথে কংগ্রেস নেতা-কর্মীরা। প্ল্যাকার্ড হাতে কংগ্রেস নেতার সঙ্গে তারাও এগিয়ে চলেছেন ইডির দফতরের দিকে।