রাহুলকে ইডির তলবের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি

author-image
Harmeet
New Update
রাহুলকে ইডির তলবের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা : ইংরেজি দৈনিক পত্রিকা সম্পর্কিত অর্থ তছরূপের মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তলব করেছে ইডি। আর তারই বিরোধিতা করে পথে নেমেছেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। ইতিমধ্যেই দলীয় নেতৃত্বের সাথে একাত্মতা প্রকাশ করতে দিল্লিতে দলীয় সদরল দফতরে পৌঁছেছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। রাহুলের সঙ্গে তারাও ইডির দফতরে অভিযানের পরিকল্পনা নিয়েছে।



 সকাল থেকেই দিল্লিতে রাহুলের বাসভবনের বাইরে রয়েছে কড়া পুলিশি পাহাড়া। কংগ্রেস নেতা-কর্মীরা পার্টির সদর দফতরের বাইরে প্ল্যাকার্ড হাতে জড়ো হলে পুলিশ তাদের আটক করে। দফায় দফায় উত্তেজনা ছড়ায় এলাকায়। ইডির দফতরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ভাই রাহুলের বাসভবনে পৌঁছোন প্রিয়ঙ্কা গান্ধী। এদিকে জম্মু ও বেঙ্গালুরুতেও ইডির বিরোধীতায় চলছে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি।