নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেন থেকে একটি বিশেষ চক্র মূল্যবান ঐতিহাসিক প্রত্নবস্তু রাশিয়ায় পাচার করছে। এই দাবি তুলেছে শিক্ষাবিদ ও ডিজিটাল প্রযুক্তি বিশেষজ্ঞ একটি আন্তর্জাতিক দল। দলটি এমন মূল্যবান প্রত্নবস্তুর চুরির ঘটনা ট্র্যাক করার কাজে নিয়োজিত। প্রত্নতাত্ত্বিক, ইতিহাসবিদ এবং ডিজিটাল ইমেজিং বিশেষজ্ঞদের সঙ্গে কর্মরত এক নৃতত্ত্ববিদ ব্রায়ান ড্যানিয়েলস বলেন, এটি যে রাশিয়ার একটি পরিকল্পিত পদক্ষেপ সে বিষয়ে এখন খুব শক্তিশালী প্রমাণ রয়েছে। নির্দিষ্ট চিত্রকর্ম ও অলঙ্কার টার্গেট করা হয়েছে এবং রাশিয়া নিয়ে যাওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি গবেষণাগার থেকে ড্যানিয়েলস ও তার সহকর্মীরা রুশ আক্রমণ শুরুর পর থেকে সাংস্কৃতিক টার্গেট নষ্ট ও ধ্বংস করা পর্যালোচনা করছেন এবং তারা এই অপরাধের একটি প্রবনতা শনাক্ত করেছেন। এই চুরি মূল্যবান সিথিয়ান স্বর্ণকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে।
ড্যানিয়েলস বলেন, এই বস্তুগুলো দেখতে অসাধারণ এবং চুরির অনেক ঘটনার খবর প্রমাণ করছে এটি একটি কৌশল। স্বাভাবিকভাবে ইউক্রেনীয়রা চুরি হওয়া বস্তুগুলোর তালিকা তৈরিতে খুব আগ্রহী। রুশ আর্থিক মূল্য অথবা সাংস্কৃতিক গুরুত্বের কারণে এগুলো চুরি করছে তবে তা জানা কঠিন বলে উল্লেখ করেছেন ড্যানিয়েলস। তিনি বলেন, "সম্ভাবনা রয়েছে পৃথক দেশ হিসেবে ইউক্রেনীয় পরিচিতিকে অবদমন করার অংশ হতে পারে এটি। চুরির পর এগুলোর বৈধ মালিক হিসেবে রাশিয়ার দাবির মাধ্যমে ইউক্রেনের পরিচিতিকে অস্বীকার করা হতে পারে।"