নিজস্ব সংবাদদাতাঃ নতুন বাণিজ্যিক করিডোরে পরীক্ষামূলক ভাবে পণ্য সরবরাহ শুরু করল রাশিয়া ও ইরান। সেই পণ্য পৌঁছাবে ভারতে। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার উপর বিভিন্ন নিষেধাজ্ঞা জারির প্রেক্ষিতে ইরান নতুন করিডোর দিয়ে সমুদ্র বাণিজ্যকে আরও প্রসারিত করতে উদ্যোগী হয়েছে। এই করিডোর দিয়ে পরীক্ষামূলক পণ্য সরবরাহ শুরু হয়ে গেল। কাঠের পাত বোঝাই দুটি ৪০ ফুটের কারগো কন্টেনার, যার ওজন ৪১ টন, তা রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে প্রথমে কাস্পিয়ান সাগরের আস্ট্রাখান বন্দরে পৌঁছাবে বলে জানা গিয়েছে। সেখান থেকে আবার কাস্পিয়ান অতিক্রম করে জাহাজ পৌঁছাবে ইরানের আনজালি বন্দরে। সেখান থেকে সড়ক পথে সেই কন্টেনার পারস্য উপসাগরের আব্বাস বন্দরে যাবে। সেখানে কন্টেনার ফের জাহাজে চেপে পৌঁছাবে ভারতীয় বন্দর নাভা শেভায়। রাশিয়া থেকে ভারতে পণ্য পৌঁছাতে ২৫ দিন সময় লাগবে বলে আপাতত মনে করা হচ্ছে।
আস্ট্রাখান বন্দরে ইরান ও রাশিয়ার যৌথ মালিকানাধীন টার্মিনালের ডিরেক্টর দারিউশ জামালি জানিয়েছেন, গোটা প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত হচ্ছে ইরানের সরকারি জাহাজ পরিবহণ সংস্থার মাধ্যমে।