পয়গম্বর বিতর্ক, শান্তি বজায় রাখার আবেদন মহুয়া মৈত্রর

author-image
Harmeet
New Update
পয়গম্বর বিতর্ক, শান্তি বজায় রাখার আবেদন মহুয়া মৈত্রর

নিজস্ব সংবাদদাতাঃ বিজেপির সাসপেন্ডেড মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য এবং তৎপরবর্তী ঘটনাপ্রবাহের জের পৌঁছায় নদিয়াতেও। বেথুয়াডহরিতে রেল ও পথ অবরোধের জেরে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়ে সাধারণ মানুষ। পুলিশি হস্তক্ষেপে ঘণ্টাখানেকের মধ্যে রেল অবরোধ উঠে যায়। দফায় দফায় জাতীয় সড়ক অবরোধে বিঘ্নিত হয় উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ। পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেলে নদিয়ার বেথুয়াডহরি স্টেশনে রেল অবরোধের জেরে গোলমালের পরিস্থিতি তৈরি হয়। ভাঙচুর করা হয় স্টেশনের প্ল্যাটফর্মের উপরের কয়েকটি দোকানে। অন্য দিকে স্টেশন সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। টায়ার জ্বালিয়ে চলতে থাকে বিক্ষোভ। অবরোধ ও ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যেই পুলিশ আট জনকে গ্রেফতার করেছে। এদিন টুইট করে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র।

       


 টুইটে মহুয়া মৈত্র বলেন, "ঘৃণামূলক বক্তৃতা আইন যেমন হিংসা বিদ্বেষ সৃষ্টিকারীদের ক্ষেত্রে প্রয়োগ করা উচিত, তেমনি প্রতিবাদকারীদেরও বিক্ষোভ প্রদর্শনের সময় আইনের আওতায় থাকা উচিত। দয়া করে শান্তি বজায় রাখুন।" আইন ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি।