ইউক্রেনের খারসন শহরে নিজেদের পাসপোর্ট চালু করে দিল পুতিনের রাশিয়া

author-image
Harmeet
New Update
ইউক্রেনের খারসন শহরে নিজেদের পাসপোর্ট চালু করে দিল পুতিনের রাশিয়া

নিজস্ব সংবাদদাতাঃ প্রায় চার মাস হতে চলল। এখনও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। জেলেনস্কির দেশের বেশ কিছু এলাকা দখল করে ফেলেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সৈন্যদল। প্রত্যাঘাত করতে চেষ্টার কসুর করছে না কিভ। এই অবস্থায় প্রথম বার মস্কোর দখলে থাকা ইউক্রেনের শহরের বাসিন্দাদের রাশিয়ার পাসপোর্ট বিতরণ করা হল। যুদ্ধের আবহে যা উল্লেখযোগ্য বলে মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ।

                                          

জানা গিয়েছে, মস্কোর দখলে থাকা দক্ষিণ ইউক্রেনের খারসন শহরের ২৩ জন বাসিন্দার হাতে পুতিনের দেশের পাসপোর্ট তুলে দেওয়া হয়েছে। মস্কোপন্থী আঞ্চলিক প্রশাসক ভ্লাদিমির সালদো বলেন, ‘‘খারসনের সকল বাসিন্দা পাসপোর্ট চেয়েছিলেন। যত দ্রুত সম্ভব তাঁদের নাগরিকত্ব (রাশিয়া) দেওয়া হবে।" সালদো আরও বলেন, "আমাদের জন্য এটা একটা নতুন অধ্যায় শুরু হল।’’ খারসন কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পাসপোর্ট বিতরণের জন্য রাশিয়া দিবসকে বাছা হয়েছিল। এই দিনটি আজ অর্থাৎ রবিবার। আজকের দিনেই সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন হয়েছিল রাশিয়া। আজকের দিনটি সে দেশে সরকারি ছুটি হিসেবে পালন করা হয়।