'ট্রেন চালানোর মতো পরিস্থিতি নেই', নদিয়ায় তাণ্ডবে বলল পূর্ব রেল

author-image
Harmeet
New Update
'ট্রেন চালানোর মতো পরিস্থিতি নেই', নদিয়ায় তাণ্ডবে বলল পূর্ব রেল

নিজস্ব সংবাদদাতাঃ পয়গম্বর মন্তব্য বিতর্কের রেশ এবার ছড়াল নদিয়ায়। মিছিলের পর রানাঘাট-লালগোলা প্যাসেঞ্জার ট্রেনে  ভাঙচুরের অভিযোগ উঠে। এই পরিস্থিতিতে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, রানাঘাট-লালগোলা লোকাল ট্রেন দাঁড়িয়ে ছিল। তাতে অবাধে ভাঙচুর চলেছে। যাত্রীরা ভিতরে ছিলেন। ট্রেন চলাচলের পরিস্থিতি এখনও নেই। আরপিএফ মোতায়েন আছে। 

                                               

এছাড়া বেথুয়াডহরি হাসপাতাল চত্বরের দোকানেও ভাঙচুরের অভিযোগ উঠে।