নিজস্ব সংবদদাতা : বিতর্কিত মন্তব্য করে চাপের মুখে পড়েছেন নবীন কুমার জিন্দল। এবার দুই নবীন জিন্দলকে নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। একজন ছিলেন বিজেপির নেতা। আর একজন জিন্দল গ্রুপের চেয়ারম্যান। কোম্পানির পক্ষ থেকে রবিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ধোঁয়াশা স্পষ্ট করা হয়েছে। জানানো হয়েছে, চেয়ারম্যান নবীন জিন্দলের সঙ্গে বিতর্কিত মন্তব্যের কোনো যোগ নেই।