টানা বৃষ্টিতে বাংলাদেশের একাংশে বন্যা পরিস্থিতি

author-image
Harmeet
New Update
টানা বৃষ্টিতে বাংলাদেশের একাংশে বন্যা পরিস্থিতি

হাবিবুর রহমান, ঢাকাঃ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাংলাদেশে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে জলবন্দি হয়ে পড়েছেন উপজেলা সদর, যাদুরচর, শৌলমারী, দাঁতভাঙ্গা ইউনিয়নের ৪৯ গ্রামের অন্তত ৩০ হাজার মানুষ। বন্যার জলে তলিয়ে গেছে ১০৭ হেক্টর জমির ধান, পাট ও শাকসবজি। এছাড়া রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষ। যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা ও ভেলা। রৌমারী উপজেলার ২১টি বিদ্যালয়ে জল ওঠায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান।




রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশারাফুল আলম রাসেল জানিয়েছেন, বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শন করা হয়েছে। বন্যার্ত পরিবারগুলোর তালিকা করা হচ্ছে। আপাতত ফান্ডে যা আছে তা থেকে ত্রাণ সহায়তা দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো মেরামতে কাজ চলছে। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আরো চাহিদার আবেদন দেওয়া হয়েছে।