নিজস্ব সংবাদদাতা : নবীকে নিয়ে বহিষ্কৃত দুই বিজেপি নেতার মন্তব্যের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার হয়েছে আইমিমের ৩০ জন কর্মী। এই ঘটনায় ধৃতদের মুক্তির দাবি তুলে, দিল্লি পুলিশের তীব্র নিন্দা করলেন আসাদউদ্দিন ওয়েইসি। টুইটে তিনি বলেন, “বৃহস্পতিবার এআইএমআইএম দিল্লির সভাপতি কালিমুল হাফিজ সহ আমাদের ৩০ জন কর্মীকে দিল্লি পুলিশ গ্রেফতার করেছে। তাদের অপরাধ তারা নূপুর শর্মা ও জিন্দালকে গ্রেফতারের দাবি তুলেছিল। শর্মা এবং জিন্দালকে গ্রেফতার করার সাহস দিল্লি পুলিশের নেই।''
হায়দরাবাদের সাংসদ আরও বলেছিলেন যে তাঁর দলের কর্মীদের শীঘ্রই মুক্তি দেওয়া উচিত এবং জিন্দাল এবং শর্মাকে গ্রেফতার করা উচিত। তিনি টুইটারে লিখেছেন, "শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা অপরাধ নয়, তবে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা অবশ্যই অপরাধ।"