বিশাল নাটক করছে কংগ্রেস, কেন এমন বললেন সম্বিত পাত্র?

author-image
Harmeet
New Update
বিশাল নাটক করছে কংগ্রেস, কেন এমন বললেন সম্বিত পাত্র?

নিজস্ব সংবাদদাতা : অর্থ তছরূপের মামলায় সোনিয়া-রাহুলকে ইডির তলব নিয়ে কটাক্ষ করলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। ওড়িশার ভুবনেশ্বরের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি বলেন,"সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী দুজনেই জামিনে রয়েছেন। আগামীকাল রাহুল গান্ধীর ইডি-র সামনে হাজির হওয়ার কথা। কিন্তু কংগ্রেস তা নিয়ে বিরাট নাটক করছে। তারা তাদের সমস্ত নেতাদের দিল্লিতে ডেকেছে।এই সমস্ত নাটকের কী মানে?"




বিজেপি নেতা সম্বিত পাত্র কংগ্রেসের দেশব্যাপী 'প্রেস কনফারেন্স' কে কটাক্ষ করেছেন এবং দাবি করেছেন যে কংগ্রেস নেতারা 'কেন্দ্রীয় সংস্থার সামনে নিজেদের উপস্থিত করে অন্যায়কে স্বীকার করুন।' তার কথায়, "সাংবাদিক সম্মেলনের এই নাটক কেন? ইডির সামনে নিজেকে উপস্থাপন করুন এবং অন্যায় স্বীকার করুন। এটা কী সত্যাগ্রহ? নকল গান্ধীদের এই নকল সত্যাগ্রহ দেখলে গান্ধীজি লজ্জিত হবেন। রাহুলজি, শাসন থেকে পালানোর চেষ্টা করবেন না। এটি আইনি সমস্যা এবং রাজনৈতিক সমস্যা নয়"।