নিজস্ব সংবাদদাতা : নবী বিতর্কের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম। তিনি বলেন,প্রধানমন্ত্রী মোদির অবিলম্বে কথা বলা উচিত ছিল। তার নীরবতাকে 'বিস্ময়কর' বলে অভিহিত করেছেন প্রাক্তন অর্থমন্ত্রী।
চিদম্বরমের কথায়, “প্রধানমন্ত্রীর নীরবতা বিস্ময়কর। এটা অত্যন্ত দুঃখজনক যে সরকার যখন বিরোধী দল, সুশীল সমাজের নেতা, লেখক, পণ্ডিত এবং সাধারণ নাগরিকরা ইসলামোফোবিয়া বন্ধ করার জন্য সরকারকে সতর্ক করেছিল তখন সরকার বধির কিন্তু যখন ১৬ টি দেশ এই বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তখন চমকে উঠেছিল।” তিনি প্রশ্ন তোলেন, 'ভারতীয় মুসলমানদের কি ইসলামফোবিয়া বন্ধ করতে বিদেশী দেশগুলোর দিকে তাকাতে হবে?'