মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে থাকবেন না উদ্ভব ঠাকরে!

author-image
Harmeet
New Update
মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে থাকবেন না উদ্ভব ঠাকরে!

নিজস্ব সংবাদদাতা : রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিজেপি বিরোধী জোট গড়তে রাজনৈতিক দলগুলিকে ১৫ জুন দিল্লিতে বৈঠকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই অ-বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে পৌঁছেছে তাঁর চিঠি। আমন্ত্রণ জানানো হয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকেও। তবে, মমতার বৈঠকে তার যোগদানের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।







রবিবার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণ পেয়েছেন উদ্ধব ঠাকরে। কিন্তু ১৫ জুন অযোধ্যায় শিবসেনার বৈঠক রয়েছে। দলের গুরুত্বপূর্ণ এক নেতা সেই বৈঠকে অংশ নেবেন। সেখানেই থাকবেন উদ্ধব সহ অন্যান্য নেতৃত্বগণ।