আসন্ন যোগা দিবস উপলক্ষে বিশেষ উদ্যোগ ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের

author-image
Harmeet
New Update
আসন্ন যোগা দিবস উপলক্ষে বিশেষ উদ্যোগ ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের

নিজস্ব সংবাদদাতাঃ  আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগা দিবস। চলতি বছর অষ্টম তম আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হবে।


এবার তার আগে হিমাচল প্রদেশের ইন্দ-তিব্বত বর্ডারের আউট পোস্টে যোগা অনুশীলন শুরু করল ইন্দ-তিব্বত বর্ডার পুলিশ। যোগা দিবসের আগে এই উদ্যোগের মাধ্যমে শরীরচর্চায় যোগার ভূমিকাকে প্রাধান্য দেওয়া হচ্ছে বর্ডার পুলিশের তরফে।