অজয় নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক ১২ বছরের কিশোর

author-image
Harmeet
New Update
অজয় নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক ১২ বছরের কিশোর

পাণ্ডবেশ্বর, পশ্চিম বর্ধমান: অজয় নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক ১২ বছরের কিশোর । অবৈধ বালি উত্তোলনের ফলে এই দুর্ঘটনা বলে স্থানীয়দের অভিযোগ । স্থানীয় সূত্রে খবর , ১২ বছর বয়সী পাণ্ডবেশ্বর কেন্দ্রা ডোম পাড়ার এক কিশোর অনিমেষ বাদ্যকর বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়েছিল পাণ্ডবেশ্বরের অজয় নদীর কেন্দ্রার মেটেল ধাওরা ঘাটে । স্নান করতে নামার পরই হঠাৎ তলিয়ে যায় অনিমেষ ।  এই ঘটনার চাউর হতে এলাকার মানুষজন ওই কিশোরকে উদ্ধারের জন্য নদীতে আসে ।  খবর দেওয়া হয় পাণ্ডবেশ্বর থানার পুলিশ এবং বীরভূম জেলার খয়রাশোল থানার পুলিশকে। প্রায় চার ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত ওই কিশোরকে উদ্ধার করা যায়নি । স্থানীয়দের অভিযোগ বীরভূম জেলা এবং পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের বালি কারবারিরা অবৈধভাবে বালি উত্তোলন করায় এই দুর্ঘটনা ঘটেছে । দুর্ঘটনার খবর পেয়ে  ঘটনাস্থলে এসে পৌঁছায় কেন্দ্রা অঞ্চলের তৃণমূল কংগ্রেস নেতা যমুনা ধীব‌র । তিনি বলেন, “যারা এই বালি উত্তোলনের সঙ্গে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে”। এই ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সেই দিকেও খেয়াল রাখতে বলেন তিনি। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কেন্দ্রা এলাকাজুড়ে।