প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধ করতে এএমসির কুলটি ব্যুরো অফিস ও নিয়ামতপুর ফাঁড়ি পুলিশের উদ্দোগে সচেতনতা প্রচার নিয়ামতপুরে

author-image
Harmeet
New Update
প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধ করতে এএমসির কুলটি ব্যুরো অফিস ও নিয়ামতপুর ফাঁড়ি পুলিশের উদ্দোগে সচেতনতা প্রচার নিয়ামতপুরে

নিজস্ব প্রতিনিধি, আসানসোলঃ 'গ্রীন আসানসোল, ক্লিন আসানসোলে'র লক্ষ্যে আসানসোল পৌরনিগমের উদ্যোগে কুলটি ব্যুরো কার্যালয়ের ব্যুরো সংখ্যা ৮ এবং কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির যৌথ নেতৃত্বে শনিবার সকালে কুলটি ব্যুরো কার্যালয় থেকে এক মিছিল বের করা হয় ।


 মিছিলটি নিয়ামতপুর চিত্তরঞ্জন রোড হয়ে নিয়ামতপুর নিউ রো, জিটি রোড দিয়ে স্টেশন রোড হয়ে কুলটি ব্যুরো কার্যালয়ে মিছিলটি শেষ হয় ।


 মিছিলের মাধ্যমে নিয়ামতপুরের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচার করা হয়। কারণ আগামী ১ জুলাই থেকে  প্লাস্টিক ক্যারিব্যাগ বাজারে নিষিদ্ধ হতে চলেছে। 


জনসাধারণকে অনুরোধ করা হয় প্লাস্টিক কেরিব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার করতে । 


এই উদ্যোগে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের কুলটি ব্যুরো ৮ এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুভাষিশ দে, এসআই সুরঞ্জিৎ রায়, সুপার ভাইজার সান্তনু মাহাতো সহ অনেকে ।