নিজস্ব সংবাদদাতা : জামা মসজিদের বাইরে গতকালের বিক্ষোভের পিছনে এক ধরণের পরিকল্পনা ছিল এবং বেশিরভাগ বিক্ষোভকারীই বাইরের বলে খবর দিল্লি পুলিশ সূত্রে।
এ প্রসঙ্গে ডিসিপি সেন্ট্রাল ডিস্ট্রিক্ট শ্বেতা চৌহান জানান, "গতকাল জামা মসজিদে প্রতিবাদটি বিনা অনুমতিতে করা হয়েছিল। লোকেরা মসজিদে নামাজ পড়তে এসেছিল এবং সেখান থেকে চলে যাওয়ার পরে বিক্ষোভ করেছিল। ধর্মীয় অনুভূতিতেও উসকানি দেওয়ার চেষ্টা হয়েছিল। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। ১৮৮ ধারার অধীনে মামলা নথিভুক্ত করা হয়েছে। তবে আমাদের পুলিশ বাহিনীর প্রত্যক্ষ করা উস্কানি এবং সিসিটিভি ফুটেজের বিষয়বস্তু যা অর্জিত হয়েছে তা বিবেচনায় রেখে এতে আরও ধারা যুক্ত করা হবে।শুক্রবার নামাজে সবসময় ভিড় থাকে, তাই আমরা সংবেদনশীল ছিলাম যে কিছু একটা ঘটতে পারে। কিন্তু লোকেরা যেভাবে ব্যানার এবং প্ল্যাকার্ড নিয়ে নামাজ পড়ার পরে এসেছিল তা বোঝায় যে এর পিছনে এক ধরণের পরিকল্পনা রয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি এবং হোয়াটসঅ্যাপে প্রচারিত বার্তাগুলি খতিয়ে দেখছি। প্রাথমিক তদন্তে ৪-৫ জন স্থানীয়কে শনাক্ত করা হয়েছে। তবে বেশিরভাগ লোকই স্থানীয় নয়।"